৪৬ বছর পর শীর্ষ লিগ থেকে নেমে গেল ব্রাদার্স

আগের দিন প্রিমিয়ার লিগ থেকে অবনমন ঘটেছে আরামবাগ ক্রীড়া সংঘের। মঙ্গলবার দ্বিতীয় দল হিসেবে নেমে গেলো ব্রাদার্স ইউনিয়ন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গোপিবাগের দলটিকে ৪-০ গোলে হারিয়ে টিকে থাকল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

এখন ২১ ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট মাত্র ৬। বাকি তিন ম্যাচ জিতলেও তাদের আর কোনো সুযোগ নেই। ২০০৭ সালে প্রিমিয়ার শুরুর পর থেকে নিয়মিত খেলে আসছে কমলা জার্সিধারীরা।

অথচ আগামী মৌসুমে তাদের দেখা যাবে দেশের শীর্ষ ফুটবল লিগে। দেশের ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাবটির জন্য এ দিনটি কালো অধ্যায় হিসেবেই থাকবে।

ঘরোয়া ফুটবল লিগের শীর্ষ আসরে ব্রাদার্স খেলছে ১৯৭৫ সাল থেকে। তারপর প্রথম বিভাগ, সিনিয়র ডিভিশন, প্রিমিয়ার লিগ ও পেশাদার লিগ সব আসরে খেলেছে ব্রাদার্স। ৪৬ বছর পর ঐতিহ্যবাহী দলটি এখন নিজেদের কঙ্কাল হয়ে নেমে গেল প্রিমিয়ার লিগ থেকে।

গফুর বেলুচ, শহিদ উদ্দিন আহমেদ সেলিম, ওয়াসিম ইকবাল, হাসানুজ্জমান খান বাবলু, মহসিনদের ক্লাবটির করণ দশা দেশের ফুটবলের জন্য দু:খজনক ঘটনা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent