নিজস্ব প্রতিবেদক : ১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ১৮:৪৩:০৯
রানার্সআপ হওয়ার দৌঁড়ে নিজেদের আরেক ধাপ ওপরে তুললো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ৫-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে। ৫ গোলের চারটিই করেছেন দলের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোবে।
দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ৪ গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গোল্ডেনবুটের লড়াইয়ে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোকে টপকে গেলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর জোবে। অন্য গোলটি করেছেন আরেক গাম্বিয়ান সুলেইমান সিলাহ। উত্তর বারিধারার একমাত্র গোলটি করেছেন সুমন রেজা।
পা ওমর জোবে এর আগে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে চার গোল করেছিলেন। তার গোল এখন ২০ টি। গোল্ডেনবুটের লড়াইয়ে ওমর জোবে পেছনে ফেলেন রবসন রবিনহোকে। কিংসের এই ব্রাজিলিয়ানের গোল ১৯ টি। ২০ ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের পয়েন্ট ৪২, আবাহনী তিন নম্বরে ৪০ পয়েন্ট নিয়ে। ২০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে উত্তর বারিধারা।
Rent for add