পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিতে চান মেসি


পিএসজির সঙ্গে চুক্তি স্বাক্ষরের বুধবার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন মেসি। তার পাশে ছিলেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। সংবাদ সম্মেলনে এসেই মেসি জানিয়ে দিলেন, বিশ্বের সেরা একটি দলের হয়ে খেলবেন এখন তিনি। দারুণ এক অভিজ্ঞতা নিতে মুখিয়ে রয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে শুরুতেই হাস্যোজ্জল মেসি বলে দিলেন, ‘আমি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আগ্রহী এখন, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য এবং এ জন্য আমি একটা আদর্শ জায়গা খুজে পেয়েছি।’

পিএসজিতে নতুন হলেও অভিজ্ঞতাটা একেবারেই নতুন হবে না। কারণ জাতীয় দল এবং ক্লাবের বেশ কিছু সতীর্থ রয়েছেন এখানে। এছাড়া রয়েছেন তার বন্ধুও। যেমন নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসি বলেন, ‘আমার অনেক বন্ধু আছে, যারা এখানে খেলে এবং প্রায়ই আমি তাদের খেলা দেখি। এই লিগটা (লিগ ওয়ান) অনেক উন্নতি করতেছে। এই লিগকে আমি ভালোভাবেই জানি। আমার জন্য এটা হবে দারুণ এক অভিজ্ঞতা। সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে সত্যি নিজেতে সৌভাগ্যবান মনে হচ্ছে এবং আমি অনেক খুশি।’

বার্সেলোনার জার্সিতে সেই ২০১৪-১৫ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। এরপর আর পারেননি। এবার একটা সুবর্ণ সুযোগ এসে গেছে তার সামনে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে যোগ দিয়েছেন তিনি। যেখানে রয়েছেন নেইমার, এমবাপের মত বিশ্বসেরা ফুটবলার। তাদেরকে সঙ্গে নিয়ে আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা তুলে ধরতে চান আর্জেন্টাইন এই তারকা ফুটবলার।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent