নিজস্ব প্রতিবেদক : ১১ আগস্ট ২০২১, বুধবার, ২১:০০:৪৪
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফেন্ডলি ম্যাচ খেলতে ১৪ দেশকে প্রস্তাব পাঠিয়েছিল বাফুফে। তালিকা ছোট করে এখন মাত্র ৩ দেশের সঙ্গে চিঠি চালাচালি করে যাচ্ছে বাফুফে। দুই দিনের মধ্যে সবকিছু ঠিক হবে বলেই আভাস দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ‘ শুক্রবার বিকেলে ন্যাশনাল টিমস কমিটির জরুরী সভা আছে। ওই সভায় সব কিছু চূড়ান্ত হবে। কোন দলের সঙ্গে ম্যাচ, দেশেই নাকি বিদেশে সবকিছুই বলতে পারবো ওই সভার পর।’
তালিকা ছোট করে যে তিনটি দেশের সঙ্গে আলোচনা করছে বাফুফে তাদের মধ্যে সম্ভাবনায় এগিয়ে মালদ্বীপ। শেষ পর্যন্ত মালদ্বীপেই দুটি প্রীতি ম্যাচ খেলা হতে পারে বাংলাদেশের। দুটি কারণে বাফুফেরও পছন্দ মালদ্বীপ। এক. দ্বীপ দেশটির করোনা পরিস্থিতি অন্য দেশগুলোর চেয়ে বেশ ভালো। দুই. ১৫ থেকে ২৪ আগস্ট সেখানে হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। ফিফা উ্ইন্ডো ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর।
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে কাতার সফরের জাতীয় দলে সবচেয়ে বেশি খেলোয়াড় ছিলেন বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা মালদ্বীপ যাচ্ছে শুক্রবার। ২৪ আগস্ট কিংস শেষ ম্যাচ খেলবে ভারতের মোহনবাগানের বিপক্ষে। যদি মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি খেলে তাহলে বসুন্ধরা কিংসের যারা জাতীয় দলে ডাক পাবেন তারা সেখানে থেকে যেতে পারবেন। দলের বড় একটা অংশের বারবার ট্রাভেল করা লাগবে না।
Rent for add