নিজস্ব প্রতিবেদক : ১০ আগস্ট ২০২১, মঙ্গলবার, ২০:৩৬:৪৪
প্রিমিয়ার লিগের রানার্সআপের দৌঁড়ে থাকা ৬ দলের চারটিই মাঠে নেমেছিল আজ (মঙ্গলবার)। বিকেলে মোহামেডান, সাইফের পর সন্ধ্যায় চট্টগ্রাম আবাহনী জিতে সম্ভাবনা ধরে রেখেছে। কেবল শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য ছিল বাজে দিন।
বিকেলে ব্রাদার্সকে হারিয়ে চট্টগ্রাম আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের চারে উঠেছিল মোহামেডান। তবে বেশি সময় তাদের ওই অবস্থানে থাকতে দেয়নি চট্টলার দলটি। দুই ঘণ্টার মধ্যে তারা মোহামেডানকে পাঁচে নামিয়ে ফের আসন পাতে চারে।
সন্ধ্যায় বঙ্গন্ধু জাতীয় স্টেডিয়ামে পুলিশ ফুটবল ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে মারুফুল হকের দল দুই ও তিন নম্বরে থাকা আবাহনী ও শেখ জামালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে। ২০ ম্যাচে ৩৭ পয়েন্ট চট্টগ্রামের দলটির। তাদের ওপরে থাকা জামালের পয়েন্ট ৩৯, আবাহনীর ৪০।
চট্টগ্রাম আবাহনীর স্বাচ্ছন্দের জয়ে গোল করেছেন দুই মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের নিক্সন, ১০ মিনিটে আইভরি কোস্টের চার্লস দিদিয়ের, ৪৫ মিনিটে রাকিব হোসেন এবং ইনজুরি সময়ে নাইজেরিয়ান ম্যাথু চিনেদু। ৭৯ মিনিটে পুলিশের গোলটি করেছেন স্বাধীন।
Rent for add