নিজস্ব প্রতিবেদক : ৯ আগস্ট ২০২১, সোমবার, ২২:৫০:০৭
প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে বিকেলে ছিটকে পড়া নিশ্চিত হয়েছিল আবাহনী। বসুন্ধরা কিংস চার ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হওয়ার পর লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর চোখ এখন রানার্সআপে। সোমবার সন্ধ্যায় সেই মিশনে তারা আরামবাগকে উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে।
হ্যাটট্রিক করেছেন জুয়েল রানা। একটি করে গোল করেছেন সানডে, ফয়সাল আহমেদ সিতুল ও সোহেল রানা। আরামবাগের একমাত্র গোলটি করেছেন উজবেকিস্তানের দিলশভ নাজিরভ।
এ জয় আবাহনীকে তুলে দিয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট সাবেক চ্যাম্পিয়নদের। আরামবাগ ক্রীড়া সংঘ ১৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে।
Rent for add