সাফ চ্যাম্পিয়নশিপ মালদ্বীপে


মালদ্বীপে আগামী ১ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ। খেলা হওয়ার কথা ছিল সিলেটে। করোনার কারণে বাফুফে সাফ আয়োজন থেকে সরে গেলে টুর্নামেন্ট পিছিয়ে চলে যায় অক্টোবরে। মালদ্বীপের পাশাপাশি নেপাল ও ভারতও ছিল আয়োজকের দাবিদার। তবে ভারত আনুষ্ঠানিকভাবে আয়োজক হওয়ার আবেদন না করলে নেপাল আর মালদ্বীপের মধ্যে থেকে দ্বীপ দেশটিকেই বেছে নেয় সাফ।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ৫ দেশ নিয়ে হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেবে না। তবে ভুটানকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে তিনদিন সময় দিয়েছে সাফ। ভুটানের সিদ্ধান্ত জানার পরই হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র।

৬ দলের টুর্নামেন্ট হলেখেলা হবে দুই গ্রুপে ভাগ হয়ে। ৫ দলের হলে লিগ পদ্ধতিতে। সে ক্ষেত্রে প্রতিটি দলই মুখোমুখি হবে প্রত্যেকে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent