প্রিমিয়ার লিগের শিরোপা থাকলো কিংসের ঘরেই

চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংস নিজেদের ২০ তম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরের শিরোপা নিজেদের কাছে রাখা নিশ্চিত করলো। এবারের মৌসুমের সেরা দুই পারফরমার ব্রাজিলের রবসন রবিনহো ও জোনাথন ফার্নান্দেজ করেন বসুন্ধরার চ্যাম্পিয়ন হওয়ার দিনের দুই গোল।

২০ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে গেলো সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের চ্যাম্পিয়নও হয়েছে দলটি। ক্লাবটির নারী দলও হয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এক কথা এবারের মৌসুমটি নিজেদের করে রাখলো ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি ক্লাবটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। বাকি ৫ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৫৪।

চারদিন পর চ্যাম্পিয়নরা মালদ্বীপ যাচ্ছে এএফসি কাপে অংশ নিতে। আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগের শিরোপা দলের খেলোয়াড়দের দারুণভাবে উজ্জীবিত করবে।

শেখ জামালেরও সুযোগ ছিল। জিতলে কাগজ-কলমে তারা টিকে থাকতো শিরোপার লড়াইয়ে। তা নাহলেও জয় পেলে তারা রানার্সআপ হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকতো বেশ। কিন্তু ম্যাচের তিন ঘন্টা আগে কোচ বহিস্কার করা দলটিকে মাঠে দেখা যায়নি আগের মতো লড়াই করতে। এমন ম্যাচের আগে কোচকে চাকরিচ্যুত করা নিয়ে অন্যরকম আলোচনাও ছিল স্টেডিয়ামে।

চারবারের চ্যাম্পিয়ন শেখ জামাল যেন আগেই হাল ছেড়ে দিয়েছিল। বসুন্ধরা কিংস দুটি গোলই করেছে বক্সের বাইরে থেকে। ২১ মিনিটে জোনাথনের পাস থেকে রবসন এবং ৬২ মিনিটে বিশ্বনাথের পাস থেকে জোনাথনের গোলে কিংসের শিরোপা নিশ্চিত হয়।

কিংসের শিরোপা জয়ের পর এখন লিগের আকর্ষণ বলতে থাকলো শুধু রানার্সআপ হওয়া। সেখানে বেশ লড়াই হবে সাবেক দুই চ্যাম্পিয়ন শেখ জামাল ও আবাহনীর মধ্যে। সুযোগ আছে তাদের পেছনে থাকা চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানেরও।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent