বঙ্গমাতার জন্মবার্ষিকীতে বাফুফের বিভিন্ন কর্মসূচি


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট রোববার বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কর্মসূচির মধ্যে রয়েছে-সকাল ৯ টায় বাফুফে ভবনে কোরআন খতম, বিকেল ৩ টায় বাফুফে ভবনে বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত। এ সময় বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং নারী ফুটবলাররা উপস্থিত থাকবেন।

বাদ আসর বাফুফে ভবন সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent