নিজস্ব প্রতিবেদক : ৬ আগস্ট ২০২১, শুক্রবার, ২১:০৫:৫২
অবশেষে অলিম্পিক নারী ফুটবলে সফল হলো কানাডা। আগে দুইবার সেমিফাইনালে উঠেও স্বর্ণের মঞ্চে উঠতে পারেনি। এই প্রথম ফাইনালে উঠেই কানাডার মেয়েরা ঘরে ফিরছে সোনার পদক গলায় দিয়ে।
শুক্রবার ইয়োকোহামা স্টেডিয়ামে অনুষ্ঠিত টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কানাডা টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে সুইডেনকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে স্বর্ণের নিস্পত্তি হয় টাইব্রেকারে।
নির্ধারিত সময়ের ৩৪ মিনিটে সুইডেনকে এগিয়ে দিয়েছিলেন ব্লাকস্টেনিয়াস। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কানাডাকে ম্যাচে ফেরান ফ্লেমিং। এনিয়ে পরপর দুই অলিম্পিকে ফাইনালে গিয়ে হারলো সুইডেনের মেয়েরা।
Rent for add