নিজস্ব প্রতিবেদক : ৪ আগস্ট ২০২১, বুধবার, ১৪:০৫:৫৮
প্রথম শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন যারা
১. আজীবন সম্মাননা- কাজী মোঃ সালাউদ্দিন
২. ক্রীড়াবিদ- মাহফুজা খাতুন শিলা ( সাঁতার), রোমান সানা (আরচ্যারি), মাবিয়া আক্তার সীমান্ত ( ভারত্তোলন)
৩. ক্রীড়া সংগঠক- মনজুর কাদের ( শেখ জামাল ধানমন্ডি ক্লাব) ক্য শৈ ল হ্ন ( কারাতে ফেডারেশন)
৪. উদীয়মান ক্রীড়াবিদ- আকবর আলী ( ক্রিকেট) , ফাহাদ রহমান ( দাবা), উন্নতি খাতুন ( ফুটবল)
৫. ফেডারেশন/অ্যাসোসিয়েশন/সংস্থা- বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৬. ক্রীড়া সাংবাদিক- মুহাম্মদ কামরুজ্জামান।
৭. পৃষ্ঠপোষক- ওয়ালটন।
Rent for add