নিজস্ব প্রতিবেদক : ২ আগস্ট ২০২১, সোমবার, ১৯:৩৩:৫৩
এদিকে আগামী ১৩ আগস্ট বসুন্ধরা কিংস মালদ্বীপ যাচ্ছে এএফসি কাপের গ্রুপ পর্বে অংশ নিতে। বসুন্ধরা কিংস মালদ্বীপ গেলে তাদের ম্যাচগুলো ছাড়া প্রিমিয়ার লিগের অন্য খেলা চলবে।
রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ক্লাবগুলো একমত হয়েছে আগস্টের মধ্যে প্রিমিয়ার লিগের খেলা শেষ করার জন্য।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হচ্ছে। তবে ৫ আগস্টের পর কিছু খেলা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চালানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
ঈদের বিরতি শেষে ২৪ জুলাই থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে। এরপর পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছিল ৩০ জুলাই। ঐ সময়ও লিগ মাঠে নামানো সম্ভব হয়নি। ম্যাচ শুরুর এক ঘন্টা আগে খেলা স্থগিতের ঘোষণা দিয়েছিল বাফুফে।
নতুন সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং কমলাপুরে উত্তর বারিধারা ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে।
Rent for add