নেপালে প্রস্তুতি ম্যাচ খেলবেন সাবিনা-কৃষ্ণারা

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এএফসি উইমেন্স এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের খেলা সেপ্টেম্বরে। আগামী ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর এশিয়ার ২৮ দেশ ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে সেখানে। বাংলাদেশ পড়েছে ‘জি’ গ্রুপে জর্ডান ও ইরানের সঙ্গে।

এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের বাছাইয়ে অংশ নেয়ার আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবিনা-কৃষ্ণাদের জন্য দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বরে বাছাইয়ের খেলার আগে তারা কাঠমান্ডুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে।

বাংলাদেশ বাছাইপর্ব কোথায় খেলবে, তা এখনও ঠিক হয়নি। বাংলাদেশ আয়োজক হওয়ার আবেদন করলেও বর্তমান করোনা পরিস্থিতির কারণে এএফসি নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

নিরপেক্ষ ভেন্যু হওয়ার সম্ভাবনা কাতার। তা হলে দোহা যাওয়ার পথে বাংলাদেশ নেপালে দুটি ম্যাচ খেলে যাবে দেশটির জাতীয় দলের বিপক্ষে। বাফুফে ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে মঙ্গলবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent