সাফ আয়োজন করতে চায় ভারত, নেপাল, মালদ্বীপ


বাংলাদেশ আয়োজক হবে না বলে জানিযে দেয়ার পর তিনটি দেশ সাফ চ্যাম্পিয়নশিপ তাদের দেশে করতে চায়। প্রথমে নেপাল আগ্রহ প্রকাশ করলেও পরে ভারত ও মালদ্বীপ জানিয়েছে তারাও আয়োজক হতে আগ্রহী।

আগস্টের ৩০ তারিখ থেকে সিলেটে হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ আয়োজক হওয়া থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

শুক্রবার বিকেলে সাফ এর সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অক্টোবরের প্রথম সপ্তাহে সাফ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

৪ অক্টোবর থেকে ফিফা উইন্ডো আছে। ওই সময় টুর্নামেন্ট আয়োজন করবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আয়োজক হতে আগ্রহ প্রকাশ করা তিন দেশকে খরচের একটা ধারণ দেয়া হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে ভারত, নেপাল ও মালদ্বীপ প্রস্তাবনা পাঠাবে। তারপর আগস্টের প্রথম সপ্তাহে সাফের নির্বাহী কমিটি সভা করে আয়োজক দেশের নাম চূড়ান্ত করবে।

টুর্নামেন্ট পেছালেও অংশ নিতে পারবে না ভুটান। তারা আগেই জানিয়ে রেখেছে ২০২১ সালে সাফ হলে তারা অংশ নেবে না। কারণ, ভুটান সরকার তাদের দলকে করোনার মধ্যে কোথায় যাওয়ার অনুমতি দেবে না। তাই অক্টোবরে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপকে নিয়ে হবে টুর্নামেন্ট। লিগ ভিত্তিকে খেলা শেষে শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent