বসুন্ধরা কিংসের প্রথম হার

 

১৭ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে প্রিমিয়ার লিগে হারের তেতো স্বাদ নিল বসুন্ধরা কিংস। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী।

মারফুল হকের নাইজেরিয়ান অস্ত্র ম্যাথু চিনেদু জোড়া গোল করে দলকে এনে দেন এবারের মৌসুমের সবচেয়ে মূল্যবান জয়।

চিনেদুর গোলে ৩৯ মিনিটে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৮৭ মিনিটে কিংসের ব্রাজিলিয়ান রবসন রবিনহো গোল করে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

৮৯ মিনিটে সেই চিনেদু দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন। চারজন খেলোয়াড়কে কাটিয়ে চিনেদু যেভাবে গোল করেন, তা ছিল দেখার মতো।

দিনটি খারাপই ছিল বসুন্ধরা কিংসের। ৫০ মিনিটে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরার পেনাল্টি শট বারের উপর দিয়ে বাইরে চলে যায়।

কিংসের আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ানদের ছাপিয়ে শেষ পর্যন্ত ম্যাচের নায়ক চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান চিনেদু।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent