বারিধারার বিপক্ষে বড় জয় মোহামেডানের


আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল মোহামেডান। তবে পরের ম্যাচে সাদা-কালোরা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সহজ জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় সেন্টডিয়ামে সাদা-কালোরা ৪-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাববে। প্রথমার্ধে মোহামেডান ৩-১ গোলে এগিয়েছিল।

১৯ মিনিটে সোলেমান দিয়াবাতের ক্রস থেকে বল ধরে গড়ানো শটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন আমির হাকিম বাপ্পী। কিন্তু ৫ মিনিটের বেশি এগিয়ে থাকতে পারেনি সাদা-কালোরা। সুমন রেজার গোলে ম্যাচে ফিরেছিল উত্তর বারিধারা।

এই একবারই মোহামেডানের জন্য হুমকি হতে পেরেছিল বারিধারা। বাকি সময় মোহামেডান হেসেখেলে আরো ৩ গোল করে সহজ জয় নিয়ে ঘরে ফেরে।
৩৬ মিনিটে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে এগিয়ে দেন মোহামেডানকে। বিরতির বাঁশির আগে অনিক ব্যবধান ৩-১ করেন। ৮১ মিনিটে ক্যামেরুনের ইয়াসান দলের চতুর্থ গোল করলে মোহামেডানের জয়ের ব্যবধান দাঁড়ায় ৪-১।

১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে মোহামেডান। অন্যদিকে ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট উত্তর বারিধারার।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent