বিশেষ ব্যবস্থায় টিকা নেবেন জামাল-তারিক

জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার তারিক কাজীর বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের করোনাভাইরাস টিকা প্রদানের বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুইজনকে বিদেশি কোটায় টিকা প্রদানের ব্যবস্থা করতে ইতিমধ্যেই বাফুফে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে।

ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী যখন বাংলাদেশি পাসপোর্ট করেছেন তখন তাদের বয়স কম ছিল। তখন জন্মনিবন্ধন সনদপত্র দিয়েই তারা পাসপোর্ট তৈরি করেন। বাংলাদেশি হিসেবে টিকা নিতে হলে অবশ্যই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। বাফুফে যে কারণে দুইজনকে বিদেশি কোটায় টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এবং তৃতীয় বিভাগ লিগের ৫৮০ জন খেলোয়াড়ের তালিকা টিকার জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাফুফে।

এর মধ্যে আশরাফুল রানা, আনিসুর রহমান জিকো, তপু বর্মন, ইয়াসিন, মানিক, আবদুল্লাহ, ফাহাদ, রয়েল, মেহেদী হাসান, নাবিব নেওয়াজ জীবন, সাদউদ্দিন, ইব্রাহিমসহ জাতীয় দলের খেলোয়াড় আছেন ১৫ জন। জাতীয় পরিচয়পত্র না থাকায় জাতীয় দলের আরো ২০ খেলোয়াড়ের নাম বাদ রাখতে হয়েছে টিকার তালিকা থেকে।

যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা যেন দ্রুত পরিচয়পত্র করে নেয় এজন্য বাফুফে থেকে বলা হয়েছে। বাফুফে তাদের সম্ভাব্য সব সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেছে।

টিকার জন্য বাফুফে প্রথমবার ক্লাব কোটায় ৪১২ জনের তালিকা দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ে। তাদের মধ্যে জাতীয় দলের ৫ ফুটবলারসহ ৭০ জন টিকা নিয়েছেন। আগে বাদ পড়া এবং নতুন মিলিয়ে ৫৮০ জনের দ্বিতীয় তালিকা মন্ত্রণালয়ে দিয়েছে বাফুফে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent