নাসরিন স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়ার জয়


নারী ফুটবল লিগে মঙ্গলবার তিন ম্যাচে জিতেছে বসুন্ধরা কিংস, নাসরিন স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ গোলে আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং ক্লাবকে,নাসরিন স্পোর্টস একাডেমি ৫-৩ গোলে সদ্যপুস্করণী যুব স্পোটিং ক্লাবকে এবং এফসি ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে কুমিল্লা ইউনাইটেডকে পরাজিত করেছে।

কিংসের গোল করেছে সাবিনা ২ টি ও তহুরা। নাসরিন স্পোর্টস একাডেমির হ্যটট্রিক করেছেন সিতা রানী। অন্য দুই গোল করেছেন স্বপ্না আক্তার ও আইরিন। সদ্যপুস্করণীর গোল করেছেন তনিমা, নাসরিন ও জয়নব।

এফসি ব্রাহ্মণবাড়িয়া জিতেছে প্রতিপক্ষের শিপরা রানীর আত্মঘাতি গোলে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent