নিজস্ব প্রতিবেদক : ৯ জুলাই ২০২১, শুক্রবার, ১৬:৪৯:৫৬
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক কুয়েতের বিপক্ষে। শুক্রবার দুপুরে চূড়ান্তপর্বের আয়োজক উজবেকিস্তানে অনুষ্ঠিত ড্রয়ের পর ফিকশ্চারও চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশ ‘ডি’ গ্রুপে খেলবে সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েতের বিপক্ষে। তারা প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে ২৭ অক্টোবর।
গ্রুপের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব ও উজবেকিস্তান। ২৯ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান ও ৩১ অক্টোবর সৌদি আরব।
এশিয়ার ৪২ দেশ এই টুর্নামেন্টের বাছাইয়ে খেলছে। ১১ গ্রুপ থেকে চ্যাম্পিয়নরা এবং সেরা চার রানার্সআপ-এই ১৫ দল উঠবে চূড়ান্তপর্বে। আয়োজক উজবেকিস্তান খেলবে সরাসরি। যদিও তারা আছে বাছাইপর্বে।
Rent for add