নিজস্ব প্রতিবেদক : ৬ জুলাই ২০২১, মঙ্গলবার, ১০:০৪:৫১
কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে নেইমাররা সেমিফাইনালে ১-০ গোলে হারিয়েছে পেরুকে। গোল করেছেন লুকাস পাকুয়েতা।
কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন এই লুকাস পাকুয়েতাই মাঠে নামিয়েছিলেন কোচ দিতে। পরপর দুই ম্যাচে গোল করে ব্রাজিলকে তুললেন ফাইনালে।
গ্যাব্রিয়েল হেসুসের লাল কার্ড থাকার কারণে খেলতে পারেননি সেমিফাইনালে। পাকুয়েতাকে দিয়েই সেমিফাইনালের একাদশ সাজিয়েছিলেন ব্রাজিলে কোচ তিতে।
৩৪ মিনিটে নেইমারের অসাধারণ একটি পাস থেকে বাম পায়ের দুর্দান্ত শটে পেরুর জালে বল জড়িয়ে দেন লুকাস পাকুয়েতা। পেরুর বিপক্ষে এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেলো ব্রাজিল।
প্রথমার্ধের ব্রাজিল কতটা প্রভাব বিস্তার করে খেলেছে তা স্কোরলাইন দেখলে কোনোভাবেই বোঝা যাবে না। পেরুর গোলরক্ষক গ্যালাসে বারবার কঠিন দেয়ালের মত দাঁড়িয়ে না গেলে গোল হতে পারতো আরো কয়েকটি।
অবশ্য দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ঠিক ‘ব্রাজিলের’ মত মনে হলো না। একক আধিপত্য বিস্তার করে খেলেছে পেরু। বরং পুরো দ্বিতীয়ার্ধে পেরুর আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিলো ব্রাজিলের রক্ষণভাগ। গোলরক্ষক এডারসন দৃঢ়তা দেখাতে না পারলে হয়তো বিদায়ই নিতে হতো ব্রাজিলকে।
আসলে দুর্ভাগ্য পেরুরই। একের পর এক আক্রমণ আর গোলে শট নিয়েও বল জড়াতে পারলো না ব্রাজিলের জালে। উল্টো প্রথমার্ধে করা একমাত্র গোল দিয়েই পেরুকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মত কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেলো স্বাগতিক ব্রাজিল।
Rent for add