দেশে অমিতের মরদেহ, দাফন সোমবার


কিডনি প্রতিস্থাপন করে সুস্থ্য হয়ে দেশে ফিরবেন-বুকভরা এমন আশা নিয়ে ভারতের দিল্লি গিয়েছিলেন বাফুফের হেড অব মিডিয়া আহসান আহমেদ অমিত। কিডনি প্রতিস্থাপন করে তিন মাস পর অমিত ঠিকই ফিরেছেন। তবে সুস্থ্য হয়ে নয়, নিথর মরদেহ হয়ে।

রোববার দুপুর নাগাদ দিল্লি থেকে কলকাতা হয়ে অমিতের মরদেহ নিয়ে বেনাপোল সীমান্তে আসেন অমিতের বাবা ও দুইসঙ্গী। ভোর থেকে বাংলাদেশ সীমান্তে অপেক্ষা করছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর ও বাফুফের গ্রাসরুট ম্যানেজার মো. হাসান মাহমুদ। তারা দুইজন দুপুর দেড়টা নাগাদ গ্রহণ করেন অমিতের মরদেহ।

তারপর কিছু আনুষ্ঠানিকতা শেষ করে বিকেল ৩ টার দিকে অমিতের মরদেহ নিয়ে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর জানিয়েছেন, রাত ১০ টা নাগাদ অমিতের মরদেহ নিয়ে তারা ঢাকায় পৌছবেন।

৪৩ বছর বয়সী আহসান আহমেদ অমিত গত বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ২২ জুন তার একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল ওই হাসপাতালেই।

সোমবার সকাল ১০ টায় গোপিবাগ আর কে মিশন রোডের বিসমিল্লাহ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১১ টায় দ্বিতীয় জানাজা শেষে অমিতের মরদেহ সাড়ে ১২ টায় আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

 

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent