নিজস্ব ডেস্ক : ৪ জুলাই ২০২১, রবিবার, ১০:৩১:২০
ইউরো চ্যাম্পিয়নশিপে ড্যানিশ রূপকথা চলছেই। বাকু অলিম্পিক স্টেডিয়ামে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নাম লিখিয়েছে ডেনমার্ক।
৫ মিনিটের মাথায় ডানদিক থেকে নেয়া স্ট্রাইগার লারসেনের কর্নার থেকে বল বক্সের মাঝ বরাবর পেয়ে নিচু হেডে ডেনমার্ককে এগিয়ে দেন থমাস ডেলানি (১-০)।
৪২ মিনিটে বাঁ দিক থেকে জোয়াকিম মাহলের উঁচু পাস বক্সের মধ্যে মার্টিন বে্রথওয়েট মাথা লাগাতে না পারলেও তার ডানপাশে ডলবার্গ পা ধরে দিয়ে ঠিকই জালে জড়িয়ে দেন (২-০)।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেক রিপাবলিক। একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। গোলও পেয়ে যায় চার মিনিটের মাথায়।
ভ্লাদিমির সৌফলের ক্রস ধরে ডান পায়ের অসাধারণ ভলিতে ব্যবধান ২-১ করেন প্যাট্রিক শিক।
আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে এরপরও। যার মধ্যে চেক রিপাবলিকই অনেকটা এগিয়ে ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে দারুণ খেলে লড়াইয়ে ফিরলেও হার বাঁচাতে না পারায় বিদায় নিতেই হলো তাদের।
Rent for add