মেসির জাদুতে কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা

লিওনেল মেসির জাদুময়ী ফুটবলে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। রোববার বাংলাদেশ সময় সকালে কোয়ার্টার ফাইনালে মেসিরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইকুয়েডরকে।

মেসি দুটি গোল করিয়েছেন এবং তৃতীয় গোলটি নিজে করেছেন অসাধারণ এক ফ্রিকিক থেকে। সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলোম্বিয়ার। যারা অন্য কোয়ার্টার ফাইনালে হারিয়েছে উরুগুয়েকে।

৪০ মিনিটে মেসির পাস থেকে গোল করেন ডি পল। তাতেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

অন্যদিকে আক্রমণের ধারাবাহিকতা অব্যাহত রাখে আর্জেন্টিনা। কিন্তু নিকোলাস গনজালেজের আরও একবার ব্যর্থতার কারণে ম্যাচের ৫০ মিনিটের সময় দ্বিতীয় গোল পাওয়া হয়নি আর্জেন্টিনার। অবশ্য সুযোগ পেয়েছিলেন লাউতারো-মেসিরাও। তারাও কাজে লাগাতে পারেননি।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৪ মিনিটে গিয়ে ফুরোয় অপেক্ষা। ইকুয়েডরের রক্ষণভাগে দারুণ নৈপুণ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নেন বদলি হিসেবে নামা অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি বল এগিয়ে দেন মেসির উদ্দেশ্যে। সময় নষ্ট না করে ডি-বক্সে অপেক্ষায় থাকা লাউতারোকে পাস দেন মেসি। জোরালো শটে জাল কাঁপান লাউতারো।

৯০ মিনিটে ডি-বক্সের ঠিক দাগের ওপর থেকে নেয়া বাঁকানো ফ্রি-কিকে ইকুয়েডরের গোলরক্ষককে কোনো সুযোগই দেননি মেসি। স্কোরলাইন হয়ে যায় ৩-০, নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়। চলতি কোপা আমেরিকায় মেসির এটি চতুর্থ গোল।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent