নিজস্ব ডেস্ক : ২৯ জুন ২০২১, মঙ্গলবার, ১২:১৬:৫৯
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে সুইজারল্যান্ড।
বুখারেস্টের ন্যাশনাল এরেনায় ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হয়।
অতিরিক্ত সময়ে কোন দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
নাটকের পর নাটক হয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দ্বিতীয়ার্ধে করিম বেনজেমার দুই মিনিটের দুই গোলে এগিয়ে যায় তারা। পরে ব্যবধান ৩-১ করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন পল পগবা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ ৯ মিনিটে দুই গোল করে অবিশ্বাস্যভাবে ৩-৩ সমতা ফেরায় সুইজারল্যান্ড।
টাইব্রেকারে ৫ শটেই গোল করে সুইজারল্যান্ড। পঞ্চম শটে সুইসদের পক্ষে গোল করেন মেহমেদি। কিন্তু পারেননি ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তার জোড়ালো শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। ওই এক ঝাঁপেই সব শেষ ফ্রান্সের।
Rent for add