নিজস্ব প্রতিবেদক : ২৬ জুন ২০২১, শনিবার, ২০:৫৫:০৩
কাতারে বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর। প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে সমর্থকদের মন জয় করেছেন এই ডিফেন্ডার। ওমানের বিপক্ষে পজিশন পরিবর্তন করে দেন কোচ জেমি ডে। যে কারণে শেষ ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
জামাল ভূঁইয়ার পর তারিক কাজী সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়িয়েছেন। যে কারণে ঘরোয়া ফুটবলেও তার দিকে নজর থাকে সবার। বিশ্বকাপ বাছাইয়ের পর শনিবার মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বসুন্ধরা কিংস কোচ অস্কার তারিককে রাখেননি প্রথম একাদশে।
৭২ মিনিটে সুশান্ত ত্রিপুরাকে বসিয়ে তারিককে নামিয়েছিলেন কোচ। কিন্তু বেশি সময় মাঠে থাকা হয়নি তার। ১৫ মিনিট পরই তাকে চলে যেতে হয় বাইরে। না, কোচ তাকে বসিয়ে দেননি। তারিক মাঠের বাইরে চলে যান লালকার্ড দেখে। বাকি সময় বসুন্ধরা কিংসকে খেলতে হয় ১০ জন নিয়ে।
কেন লালকার্ড দেখলেন তারিক? নাহ, কেনো ফাউল করে কার্ড দেখেননি, দেখেছেন প্রতিপক্ষের খেলোয়াড়কে গালি দিয়ে। ফাউলের শিকার হয়েছিলেন তারিক, যে ফাউল করেছেন তাকে দিয়ে বসেন গালি। কাছাকাছি ছিলেন রেফারি জালাল উদ্দিন। তার কান পর্যন্ত পৌঁছে যায় আপত্তিকর শব্দগুলো। সঙ্গে সঙ্গে রেফারি লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তাকে।
Rent for add