বাংলাদেশের গ্রুপে জর্ডান ও ইরান

আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বে জর্ডান ও ইরানের গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে ড্র। সেখানে বাংলাদেশ, জর্ডান ও ইরান পড়েছে ‘জি’ গ্রুপে।

২৮ দেশের এই টুর্নামেন্টে করা হয়েছে ৮টি গ্রুপ। যেখানে চার গ্রুপে আছে ৪ দল করে এবং চার গ্রুপে আছে ৩ দল করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল টিকিট পাবে ভারতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে।

আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা বাছাইপর্বের খেলা। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এখন পর্যন্ত সেপ্টেম্বরে খেলা হওয়ার কথা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কী হয় বলা মুশকিল।’

বাংলাদেশ বেশ কঠিন গ্রুপে পড়েছে। এ প্রসঙ্গে কিরণ বলেছেন, ‘আমরা র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে এমন হয়েছে। ইরান ও জর্ডান অনেক শক্তিশালি দল। আমার বেশ কঠিন গ্রুপেই পড়েছি।’

নিজেদের গ্রুপের খেলা নিজ দেশেই আয়োজন করবে বাংলাদেশ। বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘এটা নিশ্চিত যে, আমাদের গ্রুপের খেলা আমরা আয়োজন করব।’

তবে একটা অনিশ্চয়তা রয়েছে এ বিষয়ে। কিরণের ভাষ্য, ‘এখন এসব খেলা সেপ্টেম্বরে হবে কি না তা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। আবার খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও হওয়া অনিশ্চিত। কারণ তখন মাঠের সংস্কার কাজ চলবে। বঙ্গবন্ধুতে না হলে আমার ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করব।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent