প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শনিবার


বিশ্বকাপ ও এশিয়ান কাপে জাতীয় দলের অংশগ্রহণের কারণে স্থগিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিরতি শেষে শনিবার আবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসরের খেলা।

বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপির সভাপতিত্বে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ সম্পর্কিত উপকমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

লিগ শুরুর কথা ছিল শুক্রবার। কিন্তু মাঠ সংকটের কারণে একদিন পর শনিবার খেলা শুরু হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে। পরের দিন মুখোমুখি হবে দেশের দুই জনপ্রিয় দল মোহামেডান ও আবাহনী।

সভায় সিদ্ধান্ত হয়েছে বৃষ্টির কারণে কোনো ম্যাচ পরিত্যক্ত হলে সকল খেলা বডিলি শিফট হয়ে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক কভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির কারণে ঢাকার বাইরে খেলা আয়োজন সম্ভব নয় বিধায় ঢাকার অভ্যন্তরে অন্যান্য ভেন্যুতে খেলা আয়োজন করার সিদ্ধান্ত নেয় লিগ ম্যানেজমেন্ট কমিটি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্বের ন্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাষ্টার স্টেডিয়াম ও কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent