নিজস্ব প্রতিবেদক : ২২ জুন ২০২১, মঙ্গলবার, ২১:২৭:২০
ছুটিতে যাচ্ছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ও তার সহকারী স্টুয়ার্ট ওয়াটসিক। বুধবার তারা দুইজন লন্ডন যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।
ছুটি কাটিয়ে ঠিক কবে ফিরবেন তা নিশ্চিত করে যাচ্ছেন না কোচ। তবে বাফুফে জানিয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের প্রথম সপ্তাহে তারা ঢাকায় ফিরবেন।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে গত মাসে ছুটি কাটিয়ে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরেছিলেন দুই কোচ। এর পর নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট এবং কাতারে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে পঞ্চম হয়েও বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি খেলার সুযোগ পেয়েছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের এশিয়ান বাছাইয়ের ম্যাচ।
Rent for add