নিজস্ব প্রতিবেদক : ২২ জুন ২০২১, মঙ্গলবার, ১৮:১৪:৪৮
কিডনিজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিনের পুরোনো কর্মী মো. দিদারুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাফুফেতে অফিস পিয়নের দায়িত্ব পালন করতেন তিনি।
মঙ্গলবার সকালে শাহজাহানপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন।
আজ শাহজাহানপুর রেলওয়ে কলোনি জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক আবাস শরীয়তপুরে মরহুমের দাফন সম্পন্ন হবে।
প্রায় ৩৫ বছরের বেশি সময় ধরে বাফুফেতে কর্মরত ছিলেন দিদারুল ইসলাম। তার মৃত্যুতে বাফুফে সভাপতি জনাব কাজী মোঃ সালাহ উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Rent for add