নতুন মাইলফলকে গোলমেশিন সাবিনা


দেশের নারী ফুটবলে গোলমেশিন হিসেবে পরিচিত সাবিনা খাতুন। গত বছরের নভেম্বরে গড়েছেন বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের রেকর্ড। এবার নতুন এক রেকর্ডে নাম লেখালেন তিনি।

রোববার দুপুরে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সদ্যপুষ্কুরণী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দুইবার নিশানাভেধ করে প্রথম নারী ফুটবলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি তথা ১০০ গোল করেন সাবিনা।

বসুন্ধরা কিংসের এই তারকা ফরোয়ার্ড ম্যাচটি শুরু করেছিলেন ৯৮ গোল নিয়ে। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে শততম গোল পূরণ করেন তিনি। দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করে নিজের রেকর্ড বাড়িয়ে নেন তিনি।

প্রিমিয়ার লিগের মাত্র চার মৌসুমেই একশ গোলের অনন্য রেকর্ডটি করেছেন সাবিনা। ২০১১ সালের আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ২৫ গোলের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১৩ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে করেন ২৮ গোল।

ধারাবাহিকতা বজায় রেখে প্রিমিয়ার লিগের গত আসরে বসুন্ধরা কিংসের হয়ে করেন ৩৫টি গোল। আর এবার চলতি লিগে এখনও পর্যন্ত ১৩ গোল করে নিজের গোলসংখ্যাকে ১০১-এ উন্নীত করলেন এ ফরোয়ার্ড।

সাবিনা এ রেকর্ডটি গড়েছেন জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রাব্বানি ছোটনের সামনেই। ছোটন বলেছেন, ‘সাবিনা সবসময়ই আকর্ষণীয় খেলোয়াড়। খুবই পরিশ্রমী ও খেলার প্রতি ডেডিকেটেড। এ কীর্তি অনেক বড় অর্জন। আশা করছি সাবিনা দেশের ফুটবলকে আরও এগিয়ে নেবে এবং নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করবে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent