নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন ২০২১, মঙ্গলবার, ২০:১৫:৪৪
ইনজুরি ও কার্ড সমস্যায় জামাল ভঁইয়াসহ বেশ কয়েকজন ফুটবলারকে ওমানের বিপক্ষে মিস করায় শেষ ম্যাচে তারুণ্যনির্ভর একাদশ সাজাতে হয়েছে কোচ জেমি ডেকে। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১১ টা ১০ মিনিটে কাতারে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।
শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। ওমানের আক্রমন ঠেকানো ও মাঠে দলের নেতৃত্ব দেয়ার গুরুদায়িত্ব এখন আফগানিস্তানের বিপক্ষে গোলকরা তপুর। শেষ ম্যাচে গোলপোস্টে আনিসুর রহমান জিকোর ওপরই আস্থা রেখেছেন কোচ। রক্ষণে তপুর সাথে তারিক কাজী, রিয়াদুল হাসান রাফি, ইয়াছিন আরাফাত, রিমন হোসেন। মাঝমাঠে মানিক মোল্লা, রাকিব হোসেন, ইব্রাহিম, আবদুল্লাহ। ফরোয়ার্ড মতিন মিয়া।
ওমানের বিপক্ষে বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মন, রিয়াদুল হাসান রাফি, তারিক কাজী, ইয়াছিন আরাফাত, রিমন হোসেন, মানিক মোল্লা, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, আবদুল্লাহ ও মতিন মিয়া।
Rent for add