নিজস্ব প্রতিবেদক : ১২ জুন ২০২১, শনিবার, ১৮:২৮:০৯
ভারতের বিপক্ষে ম্যাচের পর এক সপ্তাহ বিরতি বাংলাদেশের। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ জুন বিশ্বকাপ মিশন শেষ করবে জেমি ডে’র দল। লম্বা এ বিরতির কারণ, মাঝে ওমানের আরেকটি ম্যাচ থাকা। শুক্রবার রাতে আফগানিস্তানের বিপক্ষে সে ম্যাচটি খেলেছে মধ্যপ্রাচ্যের দলটি।
ওমান কেমন দল? ফিফা র্যাংকিংয়ে তাকালেই পরিষ্কার। বাংলাদেশ ১৮৪, ওমান ৮০। দুই দেশের পার্থক্য ১০৪ ধাপ। নিজেদের শক্তিটা সর্বশেষ ম্যাচে তারা দেখিয়েছে আফগানিস্তানকে ২-১ গোলে হারিয়ে।
সামনের লড়াইয়ের প্রতিপক্ষের এই ম্যাচটি স্টেডিয়ামে বসে দেখেছেন বাংলাদেশের কোচ জেমি ডে এবং তার স্বদেশি সতীর্থ স্টুয়ার্ট ওয়াটকিস।
‘মাত্র ২ জনের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি ছিল। আমি স্টুয়ার্টকে নিয়ে গিয়েছিলাম ওমান ও আফগানিস্তানের ম্যাচ দেখতে। খেলোয়াড়রা হোটেলে বসে ম্যাচ দেখেছে টিভিতে’-দোহা থেকে বলছিলেন জেমি ডে।
ওমানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলেছে ২০১৯ সালের নভেম্বরে। ওমানের মাসকাটে ম্যাচটি জামাল ভূঁইয়ারা হেরেছিল ৪-১ গোলে।
Rent for add