নিজস্ব ডেস্ক : ১২ জুন ২০২১, শনিবার, ১৬:৩১:২২
রোববার বাংলাদেশ সময় দিবাগত রাতে শুরু হবে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট কোপা আমেরিকা। ব্রাজিলে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল। তারকাখচিত এ স্কোয়াডে সবমিলিয়ে ২৮ জন খেলোয়াড়কে রেখেছেন দলের কোচ লিওনেল স্কালোনি।
গোলরক্ষক: ফ্রাংকো আরমানি, এমিলিয়ানো মার্টিনেজ, অগাস্টিন মার্চেসিন, হুয়ান মুসসো
ডিফেন্ডার: গনজালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লুকাস মার্টিনেজ কোয়ারতা, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো,
মিডফিল্ডার: মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, নিকোলাস ডমিঙ্গেজ ও আলেজান্দ্রো গোমেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গনজালেজ, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল কোররেয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, হোয়াকুই কোররেয়া ও লুকাস আলারিও।
Rent for add