ভারতের বিপক্ষে যে একাদশ সাজিয়েছেন জেমি ডে

আফগানিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও ড্র। কাতারে প্রতিকূল পরিবেশে গত ম্যাচে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। এবার আরও বেশি শক্তিশালী দল ভারত সামনে।

বাংলাদেশ সময় রাত ৮টায় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। যে ম্যাচটি ঘিরে এশিয়ার ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ৫৮ মিনিটের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন সোহেল রানা। তার বদলে মানিক মোল্লা নামার পর মাঝমাঠে গতি বাড়ে লাল সবুজ জার্সিধারীদের। এমনকি তপু বর্মনের যে গোলটি দিয়ে সমতায় ফেরে বাংলাদেশ দল, সেই বলটি উঁচু করে ডি বক্সের মধ্যে বাড়িয়েছিলেন এই ডিফেন্ডারই।

চোটের কারণে সোহেল রানা ছিটকে পড়েছেন। আজ শুরুর একাদশে তার পরিবর্তে খেলবেন আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখানো মানিক মোল্লা। ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে এই একটি পরিবর্তনই।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, মানিক মোল্লা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent