পঞ্চাশতম ম্যাচের সামনে জামাল ভূঁইয়া

৩ জুন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে ওই দিন জাতীয় দলের জার্সিতে ৫০তম ম্যাচ খেলতে নামবেন ডেনমার্ক প্রবাসী  ফুটবলার জামাল ভূঁইয়া।

৪৯ ম্যাচ খেলে তিনি এখন পঞ্চাশের দুয়ারে দাঁড়িয়ে। ২০১৩ সালের ৩১ আগস্ট কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল, জামাল ৫০তম ম্যাচটি খেলতে যাচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের।

জাতীয় দল, ক্লাব ফুটবল। সবক্ষেত্রেই এ সময়ে দেশের ফুটবলের সেরা তারকা জামাল ভূঁইয়া। পাশের দেশ ভারতের ক্লাব কলকাতা মোহামেডানে গিয়েও সুনাম ছড়িয়েছেন দেশের।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে অভিষেক ২০১৪-১৫ মৌসুমে। তারপর শেখ রাসেল ক্রীড়াচক্রে এক মৌসুম খেলে ৫ বছর ধরে আছেন সাইফ স্পোর্টিং ক্লাবে। ক্লাবটির অধিনায়কও তিনি। সাইফ থেকেই ধারে কলকাতা মোহামেডানে ১২ ম্যাচ খেলে এসেছেন জামাল।

৮ বছরের ক্যারিয়ার শেষ করে এখন জাতীয় দলের ৫০তম ম্যাচ খেলবেন এই প্লে-মেকার। ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের হাত ধরে জাতীয় দলে অভিষেক, ইংলিশ কোচ জেমির অধীনে অপেক্ষায় ফিফটি পূরণের।

জামাল ভূঁইয়া কেবল বাংলাদেশেরই নন, দক্ষিণ এশিয়ার মধ্যেই অন্যতম সেরা মিডফিল্ডার। রক্ষণ ও আক্রমণভাগের সঙ্গে সেতু তৈরি করা, ফরোয়ার্ডদের বলের যোগান দেয়া এবং পুরো মাঠ চষে খেলার গুণগুলো দারুণভাবে উপস্থিত জামালের মধ্যে।

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent