কাতারে দলের সঙ্গে অনুশীলনে ইব্রাহিম

করোনায় আক্রান্ত হওয়ায় পুরো দলের সঙ্গে কাতার যেতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম। করোনামুক্ত হয়ে তিন দিন পর কাতারে গিয়েছেন বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। ইব্রাহিম গেলেও এখনো নিশ্চিত নয় মাহবুবুর রহমান সুফিলের যাওয়া। তবে বাফুফে সূত্রে জানা গেছে, সুফিল করোনা নেগেটিভ হলে তাকেও কাতার পাঠানো হবে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের বাকি তিন ম্যাচ খেলতে জাতীয় ফুটবল দল কাতারে অবস্থান করছে। ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ৭ জুন ভারতের বিপক্ষে ও ১৫ জুন শেষ ম্যাচ ওমানের বিপক্ষে।

কাতার যাওয়ার পর কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলেন ইব্রাহিম। নেগেটিভ হওয়ায় মঙ্গলবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। বুধবারও জামাল ভূঁইয়ারা কাতার ইউনিভার্সিটি মাঠে অনুশীল করেছে।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent