নিজস্ব প্রতিবেদক : ২৮ মে ২০২১, শুক্রবার, ২০:২১:৪৭
নারী ফুটবল লিগে নাটকীয় জয় পেয়েছে জামালপুর কাচারিপাড়া একাদশ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাচিঝুলি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩-৩ গোলে এগিয়ে চল ম্যাচটি কাচারিপাড়া একাদশ নিজেদের করে নেয় ৮৮ মিনিটে।
প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে থাকা দলটি দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে। আমেনা, শিখা ও মারুফার গোলে প্রথমার্ধে ৩-১ এ এগিয়েছিল কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। কিন্তু দ্বিতীয়াধে জামালপুরের মেয়েরা ভোজবাজির মতো ম্যাচের চিত্র পরিবর্তন করে দেয়।
মালেনি চাকমা ৫৩ ও ৬০ মিনিটে গোল করে দলকে ম্যাচে ফেরান। ৮৮ মিনিটে কাচারিপাড়ার জয়সূচক গোল করেন রত্না।
Rent for add