বিশ্বকাপ বাছাইয়ে ভারতকে হারানোই প্রধান লক্ষ্য ফুটবলারদের


বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ সামনে রেখে কঠোর অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। জুনের ৩ থেকে ১৫ তারিখ কাতারের দোহায় বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে।

কাতারে খেলা বলে জেমি ডে ফুটবলারদের রোদ ও গরমেই অনুশীলন করাচ্ছেন। তাতে কষ্ট হচ্ছে ফুটবলারদের। কিন্তু দলের স্বার্থে তারা সেটা মেনে নিয়েই ঘাম ঝরাচ্ছেন প্রখর রোদ আর তীব্র গরমে। শুক্রবার অনুশীলন শেষে স্ট্রাইকার সুমন রেজা তো তার হাতের কনুইয়ের ওপরের অংশ দেখিয়ে বললেন-‘এই দেখেন, হাতের এখানকার ফর্সা অংশটা কালো হয়েছে। চেহারাও কালো হয়ে গেছে। আমরা রোদের মধ্যে কঠোর পরিশ্রম করছি। তবে আমরা এই কঠিন পরিশ্রম করছি দলের রেজাল্টের জন্য। কষ্টগুলো আমরা মনের মধ্যে রাখছি না।’

কাতারে তিন ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত ও ওমান। শক্তিতে এগিয়ে থাকা এই দলগুলোর বিপক্ষে কি ফলাফল আশা করছেন? সুমন রেজার জবাব, ‘খেলাধুলায় হার-জিত থাকবেই। তবে আমরা সবগুলো ম্যাচই জয়ের জন্য চেষ্টা করব। বিশেষ করে ভারতের বিপক্ষে আমরা জিততে চাই। এমনকি ওমানের বিপক্ষেও। এর মধ্যে হয় একটা ম্যাচ জিতলাম, ড্র করলাম। একটা ম্যাচ হলেও জিতব। আফগানিস্তানের বিপক্ষে ড্র করতে পারলেও ভালো। অবশ্য আমাদের লক্ষ্য থাকবে তিনটি ম্যাচই জেতা।’

 

Rent for add

সর্বশেষ নিউজ

for rent