নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০২১, শুক্রবার, ১৪:৫৪:১৪
শিরোপা ধরে রাখার মিশনে ইউরো খেলতে যাচ্ছে পর্তুগাল। সে লক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এই নিয়ে টানা পাঁচ ইউরো খেলা হয়ে যাবে রোনালদোর। আর মাত্র ছয়টা গোল করলে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের কীর্তি নিজের করে নেবেন তিনি। হয়তো এই ইউরোতেই সে রেকর্ডের স্পর্শ পাবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
পর্তুগাল স্কোয়াড
অ্যান্থনি লোপেজ, রুই প্যাট্রিসিও, রুই সিলভা, হোয়াও ক্যানসেলো, নেলসন সেমেদু, হোসে ফন্তে, পেপে, রুবেন দিয়াস, নুনো মেন্ডেস, রাফায়েল গুরেইরো, দানিলো প্যারেইরা, হোয়াও পালিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও মৌতিনহো, রেনাতো সানচেজ, সার্জিও অলিভেইরা, উইলিয়াম কারভালহো, পেদ্রো গনজালভেস, আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডিয়োগো জোতা, গনসালো গুইদেস, হোয়াও ফেলিক্স এবং রাফা সিলভা।
Rent for add