নিজস্ব প্রতিবেদক : ২০ মে ২০২১, বৃহস্পতিবার, ১৯:৫০:২১
জাতীয় ফুটবল দলকে কয়েকদিন আগে দোহায় পাঠিয়ে সেখানে অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর ইচ্ছা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।
কিন্তু কাতার ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আগে গেলে তারা অনুশীলনের কোনো সুযোগ সুবিধা দিতে পারবে না। এমন কি প্রস্তুতি ম্যাচ আয়োজনও সম্ভব না। যে কারণে বাফুফে ৩০ মে দোহায় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ আগে যাওয়ার সুযোগ না পেলেও, ভারত ঠিকই পেয়েছে। বিশ্বকাপ বাছাইয়ের বাকি যে তিন ম্যাচ আছে বাংলাদেশের, সেখানে অন্যতম প্রতিপক্ষ ভারত। সবার চোখ এ ম্যাচটির দিকে। বাংলাদেশের সেই ‘প্রধান প্রতিপক্ষ’ ভারত বুধবার সন্ধ্যায় দোহা পৌঁছেছে।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, দোহায় গিয়ে করোনা পরীক্ষার পর ফলাফল পাওয়া পর্যন্ত তাদের দল কোয়ারেন্টাইনে থাকবে। ফলাফল পাওয়ার পর সুনিল ছেত্রিরা ক্যাম্প শুরু করতে পারবেন।
ভারত ফুটবল দলকে আগে যাওয়ার সুযোগ ও কোয়ারেন্টাইন কমিয়ে আনার জন্য দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল ধন্যবাদ জানিয়েছেন কাতার ফুটবল অ্যাসোসিয়েশনকে।
বিশ্বকাপ বাছাইয়ে ভারত ৭ জুন খেলবে বাংলাদেশের বিপক্ষে। দুই দলের প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। কলকাতায় আগে গোল হজম করে পিছিয়ে পড়া ভারত হার এড়িয়েছিল শেষ মুহূর্তের গোলে।
Rent for add