কাপ জিতে ফিলিস্তিনকে সমর্থন দিলেন ‘বাংলাদেশি হামজা’


ওয়েম্বলির মাঠে এফএ কাপ ফাইনাল দেখার জন্য মাঠে হাজির ছিলেন ২১ হাজার দর্শক। তাঁদের সামনেই ইতিহাস গড়ল লেস্টার সিটি। প্রথম বারের মতো এই কাপ জিতল তারা। চেলসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পায় লেস্টার।

করোনার মধ্যেই মাঠে ২১ হাজার দর্শক। এই মহামারির সময় যা সব থেকে বেশি। তাঁদের চিৎকার যেন ফিরিয়ে এনেছিল পুরনো আনন্দ। ৬৩ মিনিটে ইউরি তিলেমানসের দূরপাল্লার শটে গোলের পর দর্শকের চিৎকারই বুঝিয়ে দিচ্ছিল সেটা। ম্যাচের এক মাত্র গোল ওটাই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে নামার আগে এফএ কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল চেলসির সামনে। তা পারল না তারা।

লেস্টারের দলে ছিলেন হামজা চৌধুরী। তিনি বাংলাদেশের বংশোদ্ভূত ইংরেজ ফুটবলার। প্রথম বারের জন্য এমন ঘটল। কাপ জিতে সতীর্থ ওয়েজলি ফোফনার সঙ্গে প্যালেস্তাইনের পতাকা নিয়ে ছবি তোলেন হামজা। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন জানানোর জন্যই এমনটা করেছেন তাঁরা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent