ভারত ও আফগানিস্তানকে হারাতে পারব : জামাল ভূঁইয়া

বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচের মধ্যে ভারত ও আফগানিস্তানকে হারানোর আশা করছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। রোববার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্যাম্পে যোগ দিয়ে জামাল বলেছেন, ওই দুই দল বাংলাদেশের চেয়ে আহামরি কিছু নয়।

‘আমি চাচ্ছি হাই লেভেলের গেম। তার জন্য আমাদের সবকিছু ঠিকঠাক থাকতে হবে। সবাই ভালো ফলাফল প্রত্যাশা করছে। খেলোয়াড় হিসেবে আমি তো ভালো ফলাফল চাই। ভারত ও আফগানিস্তানের ফুটবলাররা বাংলাদেশের ফুটবলারদের মতোই। তাই আমি আশা করছি ভালো ম্যাচ, ভালো লড়াই। হোপফুলি আমরা জিততে পারি ওদের বিপক্ষে। কারণ, ওরা এত ভালো না’- ক্যাম্পে যোগ দিয়ে বলছিলেন জামাল ভূঁইয়া।

তবে আগের ম্যাচগুলোর দিকে ফিরে তাকিয়ে জামাল ভূঁইয়া ভাগ্যকে বেশ দুষলেন, ‘আসলে সবকিছু ভাগ্য। দেখেন, আফগানিস্তানের বিপক্ষে খেলেছি। অনেক সুযোগ মিস করেছি। আর ভারত তো শেষ দিকে গোল করেছে। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। দুই প্রতিপক্ষই সমান। খেলাও হবে সমান। তবে ওরা বল বেশি পাবে, আমরা প্রতি আক্রমণে ভালো।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent