নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০২১, শনিবার, ১৪:১৪:৩১
করোনায় বন্ধ হওয়া বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচগুলো শুরু হচ্ছে জুনে। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল যে দল ঘোষণা করেছে সেখানে ডাক পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেস এবং থিয়াগো সিলভা। ফিরেছেন নেইমার ডি সিলভা জুনিয়রও।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন (লিভারপুল), ওয়েভার্টন (পালমেইরাস), এডারসন (ম্যানসিটি)।
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), দানি আলভেস (সাও পাওলো), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), লুকাস ভারিসিমো (বেনফিকা), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), মিলিটাও (রিয়াল মাদ্রিদ)।
মিডফিল্ডার : ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), পাকুয়েটা (লিওঁ), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানইউ), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), রিভেইরো (ফ্রামেঙ্গো)।
ফরওয়ার্ডস : রিচার্লিসন (এভার্টন), ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানসিটি), নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল বার্বোসা (ফ্লামেঙ্গো), এভার্টন সেবোলিনহা (বেনফিকা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
Rent for add