সাইফের বিপক্ষে বড় জয় চট্টগ্রাম আবাহনীর


বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মারুফুল হকের দল ৫-২ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। পরপর দুই ম্যাচ হারলো জামাল ভূইয়ারা। আগের ম্যাচেই তারা হেরেছিল মোহামেডানের কাছে।

চট্টগ্রাম আবাহনীর জোড়া গোল করেছেন রাকিব হোসেন। তারা গোল ১৮ ও ৪৭ মিনিটে। সাইফের জন ওকোলি জোড়া গোল করেও দলের হার এড়াতে পারেননি। চট্টগ্রাম আবাহনীর অন্য তিন গোল করেন ব্রাজিলিয়ান নিক্সন, আইভরিকোস্টের দিদিয়ের এবং স্থানীয় ফজলে রাব্বী।

সাইফ স্পোর্টিং ক্লাবকে বিধ্বস্ত করা চট্টলার দলটির পয়েন্ট ২৫। টেবিলে ৬ নম্বরে উঠলো তারা।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent