আবারো বারিধারাকে হারিয়েছে পুলিশ


বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো উত্তর বারিধারাকে হারিয়েছে পুলিশ ফুটবল ক্লাব। শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকির আলীর দল ২-১ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। প্রথম পর্বে পুলিশ জিতেছিল ১-০ গোলে।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৩ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় উত্তর বারিধারা ক্লাব। অধিনায়ক সুমন রেজা পুলিশের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বারিধারা। উজবেকিস্তানের ফজিলভ নিখুঁত শটে গোল করেন।

পুলিশের জয়ের নায়ক মোহম্মদ জুয়েল। ২০ বছরের এ যুবক জোড়া গোল করে জিতিয়ে দেন পিছিয়ে পড়া পুলিশকে। ৭৪ ও ৮৬ মিনিটে গোল করেন জুয়েল।

এ জয়ে ১৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে উঠলো পুলিশ। সপ্তম হারে এগার নম্বরেই পড়ে রইলো উত্তর বারিধারা ক্লাব।

Rent for add

সর্বশেষ নিউজ

for rent