নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০২১, শুক্রবার, ২০:৩৬:২৭
জাতীয় দলের সামনে খেলা থাকলে মাঝে মধ্যে ফুটবলারদের কাতার পাঠিয়ে দেয় বাফুফে। উদ্দেশ্য ভাল সুযোগ-সুবিধায় অনুশীলন ও কন্ডিশনিং ক্যাম্প। ফাইভ স্টার হেটেলে থাকা এবং অনুশীলনে উন্নত ও জিমন্যাশিয়াম ব্যবহার করেন বাংলাদেশের ফুটবলাররা। সব খরচই দেয় কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)।
আগামীতে বিচ্ছিন্নভাবে নয়, কাতারের সঙ্গে চুক্তি করেই বাফুফে জাতীয় দলকে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাঠাবে কন্ডিশনিং ক্যাম্প করতে। চুক্তিটা হবে ৫ বছরের। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ‘ফুটবল বাংলাদেশ’কে বলেছেন,’কাতারে আমার টিম বারবার যায়, চার-পাঁচবার গেছে। ফাইভ স্টার হোটেলে থেকে তিন সপ্তাহ-চার সপ্তাহ টেনিং করেছে। কাতার খরচ দেয়। কাতারের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছি আমার টিমের কন্ডিশনিং ক্যাম্প করার জন্য।’
বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচ খেলতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় ফুটবল দল দোহা যাচ্ছে। জুনে সেখানে বাংলাদেশ তিন ম্যাচ খেলবে আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে। একটা আগেই জাতীয় দলকে কাতার পাঠানো হচ্ছে সপ্তাহখানেক কন্ডিশনিং ক্যাম্প করার জন্য।
Rent for add