নিজস্ব প্রতিবেদক : ৪ মে ২০২১, মঙ্গলবার, ৫:২৫:০১
চেক লিগে শিরোপা জিতলো স্লাভিয়া প্রাগ। পাঁচ ম্যাচ হাতে রেখেই দলটি এ কৃতিত্ব দেখালো। শুধু তাই নয়, এ নিয়ে টানা তিনবারসহ ২১তম শিরোপা জয়ের নজির গড়লো চেক জায়ান্টরা।
চেক লিগে ৭৬ পয়েন্ট নিয়ে স্লাভিয়া শিরোপা জয় নিশ্চিত করে। এক ম্যাচ বেশি খেলা জাবলোনেচের সংগ্রহ ৬২ এবং তৃতীয় স্থানে থাকা স্পার্টার সংগ্রহ ৫৯ পয়েন্ট।
লিবার্সের সাথে রোববার নগর প্রতিদ্বন্দ্বী স্পার্তা প্রাগ ড্র করায় ভিক্টোরিয়া প্লাজেনের সাথে খেলার আগেই স্লাভিয়া প্রাগের শিরোপা জয় নিশ্চিত হয়।
উল্লেখ্য লেস্টার সিটি ও রেঞ্জার্সকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো স্লাভিয়া ২৯ লিগ ম্যাচে এবার সর্বোচ্চ ৭৫ গোল করেছে এবং এ পর্যন্ত মাত্র ১৬টি গোল হজম করেছে যা একটি রেকর্ড। এছাড়া টানা ৪১ লিগ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে স্লাভিয়া।
Rent for add