নিজস্ব প্রতিবেদক : ২৯ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১৭:৪৪:০৯
লকডাউনে স্থগিত হওয়া মেয়েদের লিগ ৫ মে শুরু করতে চেয়েছিল বাফুফে। কিন্তু লকডউন ৫ মে পর্যন্ত বৃদ্ধি হওয়ায় ঘোষণা অনুযায়ী লিগ শুরু করতে পারছেন না বাফুফের মহিলা উইং। তাই তারা ঈদের পরই খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
বাফুফের মহিলা উইংসের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ঈদের পর ১৯ মে লিগ পূণরায় শুরু করবেন তারা। ‘সরকার ৫ মে পর্যন্ত লকডাউন দিয়েছে। তাই ঈদের আগে আর লিগ শুরু করছি না। ১৯ মে শুরু করবো, যাতে ক্লাবগুলো তাদের দলের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে ভালোভাবে খেলায় অংশ নিতে পারে’- বলেছেন মাহফুজা আক্তার কিরণ।
৩১ মার্চ শুরু হয়েছিল মেয়েদের লিগ। কিন্তু লকডাউনের কারণে বাফুফে ৫ এপ্রিল লিগ স্থগিত করে দেয়। তখন সিদ্ধান্ত ছিল লকডাউন শেষ হলো দ্রুততম সময়ের মধ্যে খেলা শুরু হবে। প্রথমে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন থাকায় বাফুফে ৫ মে লিগ শুরু করতে চেয়েছিল। লকাউন বেড়ে যাওয়ায় লিগে চলে গেলো ঈদের পর।
Rent for add