লড়াইয়ে টিকে থাকল লিস্টার সিটি

ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয়স্থান ধরে রেখেছে লিস্টার সিটি। সোমবার ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত কেলেচি ইহেনাচোর দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা।

উইলফ্রিড জাহার গোলে ১২ মিনিটেই এগিয়ে গিয়েছিল প্যালেস। কিন্তু টিমোথি কাস্টাগনের গোলে বিরতির পরপরই সমতায় ফিরে লিস্টার। সেপ্টেম্বরের পর থেকে এটিই কাস্টাগনের প্রথম গোল। ম্যাচ শেষের ১০ মিনিট আগে নাইজেরিয়ান স্ট্রাইকার ইহেনাচোর শক্তিশালী শটে লিস্টারের টানা দ্বিতীয় জয় নিশ্চিত হয়।

এ জয়ে চতুর্থ স্থানে থাকা চেলসির থেকে চার পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থান সুসংহত করেছে লিস্টার। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার লড়াইয়ে টিকে থাকা লিস্টার পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট হ্যামকে পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে।

লিস্টার বস ব্রেন্ডন রজার্স বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জয় ছিল। গত নয় দিনে এটি আমাদের তৃতীয় ম্যাচ ছিল। যে কারণে ব্যস্ত সূচিতে খেলোয়াড়রাও বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছে। প্যালেস দারুণ সংঘবদ্ধ ও গোছানো একটি দল। যে কারণে তাদের বিপক্ষে খেলাটা কখনই সহজ নয়। আমি মনে করি খেলোয়াড়রা আজ দারুণ পারফর্ম করেছে। মানসিক ভাবে দৃঢ় থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেবার পাশাপাশি দুটি ভাল গোলও আদায় করে নিয়েছে।’

Rent for add

সর্বশেষ নিউজ

for rent