নিজস্ব প্রতিবেদক : ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ৩:১৫:২১
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি ও পুরোনো ঢাকার বিশিষ্ট শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ২৬ এপ্রিল রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শোক প্রকাশ করেছে।
মৃত্যুকালে দ্বীন মোহাম্মদ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রেখে গেছেন। ২৭ এপ্রিল বাদ জোহর লালবাগ শাহী মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
দ্বীন মোহাম্মদ এর মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো. সালাহ্ উদ্দীন, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, নির্বাহী কমিটি, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, বাফুফে স্ট্যান্ডিং কমিটি ও বাফুফে কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিসহ বিভিন্ন ক্লাব, সংগঠন, সংগঠক দ্বীন মোহাম্মদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
Rent for add